প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে, একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে।'
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'আজকে আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে ঠিক একাত্তর সালে আমরা সবাই—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র জাতি, বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেভাবে আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষে আমরা কাজ করব।'
সমাবেশে গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন।
তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; আমার নেতা খালেদা জিয়া ও তারেক রহমান বলেন যে, কখনো এই কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সবার সমান।'
নিশ্চয়ই অতীতে সব সময় সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। আমি বিশ্বাস করি, আমাদের নেতার (তারেক রহমান) নেতৃত্বে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা। আপনাদের সবাইকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট তৈরি করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য,' বলেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট